বাংলাদেশ

চাঁদপুর পৌরসভা নির্বাচন রোববার

Byচাঁদপুর প্রতিনিধি

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আতাউর রহমান জানান, শুক্রবার প্রার্থীদের প্রচারণার শেষদিন।

এ নির্বাচনে ১৫টি ওয়ার্ডে মেয়র ও কাউন্সিলর পদে ১২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইতোমধ্যে জেলা বিএনপি এই নির্বাচন প্রত্যাখান করেছে।

রিটার্নিং অফিসার আতাউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য ভোটের দিন পুলিশের পাশাপাশি ছয় প্লাটুন বিজিবি ও র‌্যাব সদস্য মোতায়েন থাকবে।

মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান মেয়র নাছির উদ্দিন আহমেদ মোবাইল প্রতীক নিয়ে ও সাবেক পৌর চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসেবে শফিকুর রহমান ভূঁইয়া জগ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে চাঁদপুর পৌরসভার সর্বশেষ নির্বাচন হয় ২০০৫ সালের ২৮ ডিসেম্বর।

২০১১ সালে নির্বাচন হওয়ার কথা থাকলেও মামলা-মোকদ্দমার কারণে তিনবার নির্বাচনের তারিখ ঘোষণার পরও নির্বাচন হয়নি।

সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি চতুর্থবারের মতো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

SCROLL FOR NEXT