বাংলাদেশ

হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

Byসিরাজগঞ্জ প্রতিনিধি

এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।

মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইমান আলী সেখ এ রায় দেন।

দণ্ডিতরা হলেন তাড়াশ উপজেলার কাউরাইল গ্রামের মোন্নাফ আলীর ছেলে সাইদুল ওরফে সাইদুর রহমান (৪০) ও জুলমত আলীর ছেলে রবিউল ইসলাম (৩৫)।

মামলার নথি থেকে জানা যায়, ২০০০ সালে তাড়াশ উপজেলার কাউরাইল গ্রামের রবিউল ইসলাম একই এলাকার সোলায়মান হোসেনের মেয়ে শিল্পী খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা কম হওয়ায় ৫/৬ বছর পর তাদের বিচ্ছেদ হয়।

বিচ্ছেদের বছর দুয়েক পর শিল্পী পাবনার চাটমোহর উপজেলার কৃষ্ণপুর গ্রামের ইব্রাহিম হোসেনকে বিয়ে করেন।

২০০৯ সালের ১২ জুন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি আসার পথে শিল্পী নিখোঁজ হন। পরদিন ১৩ জুন সকালে তাড়াশের শ্মশান ঘাট এলাকায় তার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় শিল্পীর বাবা সোলায়মান হোসেন বাদী হয়ে থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ সাইদুল ও রবিউলের নামে অভিযোগপত্র দেয়।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি সিরাজুল ইসলাম ও আসামিপক্ষে জেবা রহমান জেবুন্নেছা মামলা পরিচালনা করেন। 

SCROLL FOR NEXT