বাংলাদেশ

টিএসসিতে বেসরকারি টেলিভিশনকর্মীদের হেনস্তা  

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছাত্রলীগের দাবি, আগেভাগে খবর পেয়ে এটিএন নিউজের ওই সাংবাদিকরা ঘটনাস্থলে অপেক্ষায় ছিলেন।  

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়। তাৎক্ষণিক বিস্ফোরণের ছবি ধারণ করায় ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ঘিরে ধরে।

ককটেল বিস্ফোরণের খবর সংগ্রহ করতে ‘দাওয়াত নিয়ে’ সাংবাদিকরা টিএসসিতে এসেছে বলে অভিযোগ করে ছাত্রলীগ।

ছাত্রলীগের কর্মীরা বলেন, টিএসসিতে ককটেল বিস্ফোরণ ঘটানো হবে, এমন সংবাদ পেয়ে সাংবাদিকরা এখানে এসেছেন। তারা জানেন কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

অবশ্য এটিএন নিউজের ওই সংবাদকর্মীরা তা নাচক করেন।

ঘটনাস্থলে থাকা এটিএন নিউজের প্রতিবেদক ইব্রাহিম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে জহুরুল হক হলে অ্যাসাইমেন্ট থাকায় ক্যাম্পাসে এসেছিলেন।

অনুষ্ঠান শুরু হতে দেরি হওয়ায় তারা টিএসসির মোড়ে গাড়ি থামিয়ে অপেক্ষা করছিলেন। হঠাৎ গাড়ি পিছনে ককটেল বিস্ফোরিত হলে তা তারা ধারণ করতে শুরু করেন। এ সময় ছাত্রলীগ কর্মীরা তাদের ঘিরে ধরেন। পরে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে শাহবাগ থানা পুলিশে পরিদর্শক (তদন্ত) এ কে এম সাইদুল হক ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, তাদের সঙ্গে কথা বলে ছেড়ে দেওয়া হয়েছে।

SCROLL FOR NEXT