বাংলাদেশ

রানা প্লাজা ধস: সাভার পৌর মেয়র ফের বরখাস্ত

Byসাভার প্রতিনিধি

সোমবার বিকালে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরখাস্তের চিঠি সাভার পৌরসভায় এসে পৌঁচেছে বলে জানান প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সামসুদ্দিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নকশা বহির্ভূত ভবন নির্মাণে অনুমোদন দেওয়ার অভিযোগে রাজউকের দায়ের করা মামলায় অভিযোগপত্র দেওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মেয়র রেফাত উল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মর্মে চিঠি পাঠিয়েছে।

রেফাত উল্লাহ সাভার পৌর বিএনপির সভাপতি। বিশ দলীয় জোটের টানা হরতাল ও অবরোধে সাভারে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলারও আসামি তিনি।

এ ব্যাপারে রেফাত উল্লাহর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির ফোন ধরেননি।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে বহুতল ভবন রানা প্লাজা ধসে বহু হতাহতের ঘটনা ঘটে।

ওই বছরের ২ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়র মো. রেফাত উল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করলেও হাই কোর্টে রিট করে পুনরায় তিনি দায়িত্ব বুঝে নেন।

SCROLL FOR NEXT