বাংলাদেশ

রাজশাহীতে পেট্রোল বোমায় বাস পুড়িয়ে আটক ৩

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এরা হলেন- রিংকু (২৮), রেজাবুল হাসান (৩৫) ও মিম আল মাহমুদ ইস্তিয়াক (৩৬)। তাদের সবার বাড়িই নগরীর তালাইমারি এলাকায়। এদের মধ্যে গুলিবিদ্ধ রিংকু নগরীর ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর তরিকুল ইসলাম পল্টুর ভাতিজা।

বোয়ালিয়া থানার ওসি আলমগীর হোসেন জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর শিরোইল এলাকায় ঢাকা বাস স্ট্যান্ডে হানিফ কাউন্টারের পাশে এ ঘটনা ঘটে।

এসময় ওই তিন বিএনপিকর্মীর কাছ থেকে দুটি পেট্রোল বোমা, একটি লোহার রড ও চাকু উদ্ধার করা হয় বলে জানান তিনি।

ওসি আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই তিনজন দাঁড়িয়ে থাকা দুটি বাসে পেট্রোল বোমা ছোড়ার পর পুলিশ ও শ্রমিকরা ধাওয়া দিলে পুলিশের দিকে একটি পেট্রোল বোমা ছোড়া হয়। পুলিশ গুলি ছুড়লে রিংকু আহত হয়ে পড়ে গেলে ওই তিন জনকে ধরে ফেলা হয়।

“রিংকুর বাম পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

ঘটনার প্রত্যক্ষদর্শী হানিফ পরিবহনের রাজশাহী কাউন্টারের ম্যানেজার মঞ্জুর রহমান খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৮/১০ জন যুবক এসে হরতালের পক্ষে স্লোগান দিয়ে তাদের দুটি বাসে হামলা চালিয়ে ভাংচুর শুরু করে। এক পর্যায়ে তারা পেট্রোল বোমা মেরে বাসে আগুন ধরিয়ে দেয়।”

প্রথমে বাস শ্রমিকদের চেষ্টায় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

SCROLL FOR NEXT