বাংলাদেশ

যশোরে চালবোঝাই ট্রাক ও প্রাইভেটকারে আগুন

Byযশোর প্রতিনিধি

এ ঘটনায় ট্রাক চালক আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থলের পাশে কর্তব্যরত পুলিশ কনস্টেবল রেজাউল ইসলাম জানান, শনিবার রাতে প্রায় একই সময়ে ওই সড়কের নতুনহাট পাবলিক কলেজের সামনে ঘটনা দুটি ঘটে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকটি সাতক্ষীরার ভোমরা থেকে চাল নিয়ে ফরিদপুরের মধুখালী আর প্রাইভেটকারটি বেনাপোলে থেকে যশোর যাচ্ছিল।

আহত ট্রাক চালক নাজিমউদ্দিন (২৫) ঝিনাইদহের কালীগঞ্জের মমরেজপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। 

যশোর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার খন্দকার সানাউল হক জানান, রাত সাড়ে ১০টার দিকে একটি ট্রাক ও একটি প্রাইভেটকারে আগুন দেয় দুবৃর্ত্তরা। প্রাইভেটকারটি কিছু অংশ, ট্রাকটির বেশির ভাগই পুড়ে গেছে।

যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন ট্রাক চালক নাজিমউদ্দিনের বরাত পুলিশ সদস্য জানান, ৫/৬ জন যুবক একটি প্রাইভেটকারটিতে আগুন ধরিয়ে  দেয়। এ সময় তিনি পাশের একটি সড়কে প্রবেশ করার চেষ্টা করলে হামলাকারীরা ইট ছুড়ে ট্রাকের সামনের কাচ ভেঙ্গে ফেলে এবং একটি হাতবোমা ছুড়ে মারে।

ঘটনার সঙ্গে সঙ্গে তিনি ট্রাক থেকে লাফিয়ে পড়েন। পরে পাশে কর্তব্যরত পুলিশ কনস্টেবল রেজাউল ইসলাম তাকে হাসপাতালে নিয়ে আসেন বলে জানান চালক নাজিম।

জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, বোমার স্পিন্টার এবং লাফিয়ে পড়ে আহত হয়েছে নাজিম।

SCROLL FOR NEXT