বাংলাদেশ

নাশকতায় নিহতদের জানাজায় হাজারো মানুষ

Byনিজস্ব প্রতিবেদক

শুক্রবার জুমার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই গায়েবানা জানাজা হয়।

বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাউদ্দিনের ইমামতিতে ক্ষমতাসীন ১৪ দলের নেতা-কর্মীরা ছাড়াও সাধারণ মানুষ জানাজায় অংশ নেন।

বায়তুল মোকাররামের দক্ষিণ ফটকের সামনে থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামের রাস্তা পেরিয়ে বঙ্গবন্ধু স্কয়ার পর্যন্ত চলে যায় জানাজায় দাঁড়ানো মুসল্লিদের সারি।

দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে ৫ জানুয়ারি কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সারা দেশে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিন সপ্তাহের বেশি সময় ধরে চলমান অবরোধে  নাশকতা ও সহিংসতায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। যানবাহনে দেওয়া আগুন ও পেট্রোল বোমায় দগ্ধ হয়েছে বহু মানুষ।

নিহতদের স্মরণে গায়েবানা জানাজায়  ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পর্টির সভাপতি বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

SCROLL FOR NEXT