বাংলাদেশ

বিধবা পল্লীতে হুমকি দিচ্ছিলেন কামারুজ্জামানের সাফাই সাক্ষী

Byশেরপুর প্রতিনিধি

সোহাগপুরের বিধবা পল্লীর বিধবাদের হুমকি দেওয়ার অভিযোগে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।

একাত্তরে নালিতাবাড়ি উপজেলার কাঁকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামের ১২০ জন পুরুষ মানুষকে হত্যা করে পাকিস্তানি সৈন্য ও তাদের দোসররা। এরপর ওই গ্রামটি বিধবাদের গ্রাম বা বিধবা পল্লী হিসেবে পরিচিতি পায়।

আল বদর নেতা কামারুজ্জামানের পরিকল্পনায় সোহাগপুর হত্যাকাণ্ড ঘটানো হয় বলে প্রমাণিত হওয়ায় তাকে সাজা হিসেবে মৃত্যুদণ্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, যা আপিলের রায়েও বহাল থাকে।

এই মামলার বিচারে ট্রাইব্যুনালে কামারুজ্জামানের পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন ৫৫ বছর বয়সী আরশাদ আলী।

শহীদ স্মৃতিস্তম্ভের সামনে বিধবারা (ফাইল ছবি)

শহীদ স্মৃতিস্তম্ভের সামনে বিধবারা (ফাইল ছবি)

পুলিশ কর্মকর্তা সুপার মহিবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ৮টার দিকে তাকে আটকের পর শেরপুর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

আরশাদ কাঁকরকান্দি ইউনিয়নের বেনুপাড়া গ্রামের মৃত একাব্বর আলীর ছেলে।

শেরপুরের বাসিন্দা কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দিয়ে গত ৩ নভেম্বর চূড়ান্ত রায় হওয়ার পর বিধবা পল্লীতে সাময়িক পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছিল।

SCROLL FOR NEXT