বাংলাদেশ

পুলিশের পিটুনিতে চালক আহত, ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক অবরোধ

Byব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জেলার ট্রাফিক পরিদর্শক সাঈদ খান জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কাউতলীর মোড়ে এ ঘটনা ঘটে।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ তুলে নিলে সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পরিদর্শক সাঈদ খান জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী শহর থেকে তার গ্রামের বাড়ি চিনাইর যাচ্ছিলেন। এ সময় কাউতলী মোড়ে রাস্তার ওপর বাস দাঁড় করিয়ে রাখায় দিগন্ত পরিবহনের চালককে মারধর করেন সাংসদের প্রটোকলের দায়িত্বে থাকা এএসআই মেহেদী।

“এতে তার মাথা কেটে যায়। দ্রুত তাকে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।”  

এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ কর্মকর্তারা এসে তাদের শান্ত করেন।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নিয়ামত হোসেন বলেন, “ঘটনার জন্য দায়ী এএসআই মেহদীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাস চালককে মারধরের ঘটনায় বিধি অনুযায়ী মেহদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

SCROLL FOR NEXT