বাংলাদেশ

রিমান্ডের আসামির পলায়ন, ৩ পুলিশ প্রত্যাহার

Byচট্টগ্রাম ব্যুরো

মঙ্গলবার ভোরের দিকে আসামি পালানোর ঘটনায় বিকালে থানার তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন দুই এসআই আরিফুল ইসলাম, আব্দুল জলিল ও কনস্টেবল মো. আনোয়ার।

লোহাগাড়া থানার ওসি মো, শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নুরুল ইসলাম নামের আসামিকে যুবলীগ কর্মী বেলাল হত্যা মামলার সন্দেহভাজন হিসাবে গত রোববার গ্রেপ্তার করা হয়।

“আদালতের অনুমতি নিয়ে সোমবার রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। ভোরের দিকে কোনো একসময় সে থানা হাজত থেকে পালিয়ে যায়।”

পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর জানান, থানা থেকে আসামি পালানোর ঘটনা তদন্তে সহকারী পুলিশ সুপারকে (সাতকানিয়া সার্কেল) নির্দেশ দেয়া হয়েছে।

SCROLL FOR NEXT