বাংলাদেশ

মোবারক রাজাকার ছিল প্রমাণ হয়েছে: প্রসিকিউশন

Byনিজস্ব প্রতিবেদক

প্রসিকিউটর সাহিদুর রহমান রায়ের পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “দুটি অভিযোগে মোবারক দোষী প্রমাণিত হয়েছে। আমরা সন্তুষ্ট। সে যে রাজাকার ছিল- এটি আমরা সাক্ষ্য প্রমাণ দিয়ে বোঝাতে পেরেছি।”

বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এই রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়, মোবারকের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা পাঁচটি অভিযোগের মধ্যে দুটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মোবারক প্রসিকিউশনের ব্যর্থতায় তিনটি অভিযোগ থেকে খালাস পেয়েছে কি না জানতে চাইলে সহিদুর রহমান বলেন, “ব্যর্থ- এটা বলব না। যে তিনটি অভিযোগে তাকে খালাস দেওয়া হয়েছে সেগুলোতে কেন খালাস দেওয়া হলো তা পূর্ণাঙ্গ রায় বিশ্লেষণ করে বোঝা যাবে।”

৬৪ বছর বয়সী মোবারক একাত্তরে আখাউড়ার রাজাকার বাহিনীর কমান্ডার ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের তৈরি রাজাকারের তালিকায়ও তার নাম রয়েছে।

একাত্তর পরবর্তী সময়ে জামায়াতে ইসলামীর রাজনীতি করলেও পরে তিনি স্থানীয় আওয়ামী লীগে যোগ দেন। ২০১১ সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

SCROLL FOR NEXT