বাংলাদেশ

পহেলা জানুয়ারি ৪ কোটি শিক্ষার্থী বই পাবে: নাহিদ

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মঙ্গলবার নারায়ণগঞ্জে একটি বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থা দিয়ে আধুনিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়, এজন্য প্রয়োজন নতুন শিক্ষা ব্যবস্থা।

প্রতিযোগিতায় টিকতে হলে বিশ্বমানসম্পন্ন, প্রযুক্তি নির্ভর ও দক্ষতা গ্রহণের চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে।

আধুনিক বিজ্ঞানসম্মত নতুন শিক্ষা নীতি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান নাহিদ।

শুধু শিক্ষা গ্রহণ করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিক মুল্যবোধ নিয়ে নিজেদের তৈরি করার আহ্বান জানান মন্ত্রী।

ফাইল ছবি

ফাইল ছবি

তিনি বলেন, বাংলদেশের মানুষ দরিদ্র হতে পারে, কিন্তু নতুন প্রজন্ম মেধার দিক দিয়ে দরিদ্র নয়। তাদের প্রযুক্তির দক্ষতা দিয়ে গড়ে তুলতে হবে।

বিকালে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ইউএস-বাংলা এয়ারলাইন্স আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

এখানে গরীব মেধাবী ১৫ শিক্ষার্থীকে নগদ দুই হাজার টাকা করে বিতরণ করা হয়। 

রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা গাজীর সভাপতিত্বে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম শ আরিফিন সিদ্দিক প্রমুখ।

SCROLL FOR NEXT