বাংলাদেশ

না'গঞ্জে ২ মোটরসাইকেল আরোহী নিহত

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার বিকালে ফতুল্লার জালকুড়ি এলাকায় এই দুর্ঘটানয় নিহতরা হলেন ইমন আহমেদ (২৬) ও মুকতাদির (২৭)।

ইমনের বাড়ি নরসিংদীর মাধবদী এবং মুকতাদিরের বাড়ি ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায়।  

গুরুতর অবস্থায় পুলিশ কনস্টেবল আজাদকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের সাইন বোর্ড এলাকা থেকে মোটরসাইকেলযোগে তিন আরোহী শহরের চাষাঢ়া যাচ্ছিলেন।

জালকুড়ি কড়ইতলা এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক ইমন আহম্মেদ ও আরোহী মুকতাদির নিহত হন।

আহত পুলিশ কনেস্টেবল আজাদকে আশপাশের লোকজন উদ্ধার করে শহরের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ট্রাক ও চালক পালিয়ে গেছে। তাদরেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

SCROLL FOR NEXT