বাংলাদেশ

নয়া পল্টন থেকে ছাত্রদলের ২২ নেতাকর্মী আটক

Byজ্যেষ্ঠ প্রতিবেদক

পল্টন থানার উপ পরিদর্শক মতিউর রহমান জানান, আটকদের মধ্যে ছাত্রদলের নতুন কমিটি ও পদবঞ্চিত- দুই পক্ষের নেতাকর্মীরাই আছেন।

“তারা নয়া পল্টন ও বিএনপি অফিসের আশেপাশে সন্দেহজনকভাবে জড়ো হচ্ছিল। গত কয়েক দিনে সেখানে বেশ কয়েকবার গণ্ডগোল হয়েছে। এ কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাদের আটক করা হয়েছে।”

আটকদের নাম জানতে চাইলে তিনি বলেন, “আমরা যাচাই বাছাই করে দেখছি।” 

গত ১৪ অক্টোবর ছাত্রদলের নতুন কমিটি গঠনের পর দিন থেকে নয়া পল্টনে বিক্ষোভ চালিয়ে আসছিল পদ না পাওয়া নেতা ও তাদের সমর্থকরা।

রোববার নতুন কমিটির নেতারা কার্যালয়ে গেলে বিক্ষুব্ধরা হামলা চালায়। এসময় বিএনপি কার্যালয়ে ভাংচুর চলে, কয়েকটি হাতবোমাও ফাটানো হয়।

বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন থাকলেও ছাত্রদলের এই মারামারির সময় তাদের কোনও তৎপরতা দেখা যায়নি।

ভাংচুর-মারামারির পর রোববার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশ্বাসে ছাত্রদলের বিক্ষুব্ধরা তাদের কর্মসূচি স্থগিত করে। 

এদিকে ছাত্রদলের ওই মারামারির ঘটনায় পুলিশ রোববার রাতে একটি মামলা করেছে। এতে ভাংচুর, বোমা বিস্ফোরণ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতপরিচয় ৮০/৯০ জনকে আসামি করা হয়েছে।

SCROLL FOR NEXT