বাংলাদেশ

মডেল টেস্টের ছলে রাবির হলে শিবিরের প্রচার

Byরাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আটকরা হলেন, বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমদাদুল হক ইমদাদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাবিুবর রহমান হাবিব।

শাহ্ মখদুম হলের আবাসিক শিক্ষার্থীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত ১০টার দিকে হলের গেমস রুমে অবস্থান করা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মডেল টেস্ট নিচ্ছিলেন ইমদাদ ও হাবিব। ওই মডেল টেস্টের প্রশ্নপত্রে শিবিরের নাম উল্লেখ থাকায় হলের ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের দুইজনকে আটক করে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার ইফতেখার আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ওই দুইজনকে আটক করে।

মতিহার থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজকে বলেন, “শাহ্ মখদুম হলে অবস্থানরত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে মডেল টেস্টের আড়ালে প্রচারপত্র বিতরণ করার সময় দুই শিবির কর্মীকে আটক করা হয়েছে। তারা এখন মতিহার থানা পুলিশের হেফাজতে রয়েছে।”

SCROLL FOR NEXT