বাংলাদেশ

পদ্মা সেতুর জন্য ৩টি ড্রেজার আসছে

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সোমবার নৌপথে যাত্রা করা এ বহরে একটি অ্যাংকরও রয়েছে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান।

পদ্মা সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজের নিয়োগ করা পদ্মা সেতুর মালামালের লজিস্টিক ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিংয়ের এজেন্ট এসআই চৌধুরী এন্ড কোম্পানি লিমিটেডের (সিকো গ্রুপ) নির্বাহী পরিচালক আলী আহমেদ জানান, চীন থেকে গত ২৯ সেপ্টেম্বর রওনা দিয়ে ১২ আক্টোবর পদ্মা সেতুর তৃতীয় শিপমেন্টের জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে সেমবার ২৪০০, ১৫৮০ ও ১১০০ হর্স পাওয়ারের তিনটি ড্রেজার নিয়ে শক্তিশালী তিনটি টাগবোট ও একটি অ্যংকর বোট মাওয়ার উদ্দেশে রওনা দিয়েছে।

আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ২৬ অক্টোবর এসব মালামাল মাওয়ায় এসে পৌঁছবে বলে জানান তিনি।

SCROLL FOR NEXT