বাংলাদেশ

সাকার দুই মামলার অধিকতর তদন্তের নির্দেশ

Byচট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের জেলা ও দায়রা জজ এ কে এম নাসির উদ্দিন মাহমুদের নির্দেশে চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিউর রহমান সোমবার এ আদেশ দেন।

জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল ‍হাশেম মঙ্গলবার বিষয়টি গণমাধ্যমকে জানান।

ফাইল ছবি

ফাইল ছবি

পিপি আবুল হাশেম বলেন, “দুই মামলার এজাহারভুক্ত ৩২ আসামির মধ্যে থেকে ১৪ জনকে  অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়নি।

“এ কারণে আদালতে মামলা দুটির অধিকতর তদন্ত চেয়ে আবেদন করি। গত ৩ সেপ্টেম্বর এ আবেদনের শুনানি শেষে জেলা জজ আদেশের জন্য অপেক্ষমান রাখেন।”

আবুল হাশেম জানান, অধিকতর তদন্তের কর্তৃপক্ষ নির্ধারণে মুখ্য বিচারিক হাকিমকে জেলা জজ এ কে এম নাসির উদ্দিন মাহমুদের দেয়া আদেশের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মাধ্যমে অধিকতর তদন্ত চেয়ে মুখ্য বিচারিক হাকিম আদালতে লিখিত আবেদন করা হয়।

“সোমবার মুখ্য বিচারিক হাকিম আবেদন গ্রহণ করে সিআইডির মাধ্যমে তদন্তের নির্দেশ দেন।”

২০১০ সালের ৭ নভেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও ছলিমপুর এলাকায় পৃথক দুটি নাশকতার ঘটনায় গাড়ি ভাংচুর ও পোড়ানোর অভিযোগে মামলা দুটি করা হয়।

বিশেষ ক্ষমতা আইনে করা দুই মামলাতেই সালাউদ্দিন কাদের চৌধুরী আসামি।

তদন্ত শেষে বাঁশবাড়িয়া ঘটনার মামলায় ১১ জন এবং ছলিমপুরের মামলায় সাতজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

SCROLL FOR NEXT