বাংলাদেশ

ট্রলার ডুবে ২১ গরুর মৃত্যু

Byমানিকগঞ্জ প্রতিনিধি

কোরবানির ঈদের আগে এই গরুগুলোকে নিয়ে ব্যবসায়ীরা পশুর হাটে যাচ্ছিলেন। তবে ট্রলারে থাকা ১৩ ব্যবসায়ীর সবাই কূলে উঠতে পেরেছেন বলে স্থানীয়রা জানায়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাচামারা ইউনিয়নের চুয়াডাঙ্গা এলাকায় এই ট্রলারডুবি হয় বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ জানিয়েছেন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি এ এস এম সামছুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।

বাচামারার ইউপি চেয়ারম্যান রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকায় কোরবানির হাটে বিক্রির জন্য ২২টি গরু নিয়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা থেকে রওনা হয়েছিলেন ১৩ ব্যবসায়ী। তারা আরিচা ঘাটে গিয়ে ট্রাকে করে গরু ঢাকায় নেওয়ার পরিকল্পনা ছিল তাদের।

“নদীতে প্রবল স্রোতে চুয়াডাঙ্গা এলাকায় ট্রলারটি ডুবে যায়। এতে ২১টি গরু মারা যায়।”

১৩ জন ব্যবসায়ীর পাশাপাশি একটি গরু তীরে উঠতে পেরেছে বলে জানান ইউপি চেয়ারম্যান।

SCROLL FOR NEXT