বাংলাদেশ

নিউ ইয়র্কে বিমানবন্দরে পাল্টাপাল্টি সমাবেশ

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করে জন এফ কেনেডি বিমানবন্দরের বাইরে বিএনপির সমাবেশ।

সোমবার নিউ ইয়র্ক সময় সকাল ৮টায় শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটির নিউ ইয়র্ক পৌঁছনোর কথা থাকলেও তাতে প্রায় দুই ঘণ্টা বিরতি হচ্ছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় রাত প্রায় ৮টা) নামবে বলে বিমানবন্দর থেকে জানানো হয়েছে।

আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা ঘণ্টাখানেক আগে থেকে বিমানবন্দরের বাইরে ব্যানার হাতে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করে।

আওয়ামী লীগ শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছে। অন্যদিকে বিএনপি নেতা-কর্মীদের মুখে স্লোগান শেখ হাসিনাকে ফিরে যাওয়ার।

প্রায় ৩০০ গজ ব্যবধানে দুই পক্ষের সমাবেশই ঘিরে রেখেছে পুলিশ। ফলে দুই পক্ষ একে অন্যের কাছাকাছি আসতে পারছে না।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে এই সফর করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। রোববার রাতে রওনা হয়ে দুবাইয়ে যাত্রাবিরতি দেন তিনি।

SCROLL FOR NEXT