বাংলাদেশ

ঢাবি 'ক' ইউনিটের ভর্তির ফল প্রকাশ

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
‘ঘ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুক্রবার শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতি বছরের ভর্তি পরীক্ষা। কার্জন হল কেন্দ্রের ছবি। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
‘ঘ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুক্রবার শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতি বছরের ভর্তি পরীক্ষা। কার্জন হল কেন্দ্রের ছবি। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

‘ঘ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুক্রবার শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতি বছরের ভর্তি পরীক্ষা। কার্জন হল কেন্দ্রের ছবি। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শুক্রবার দুপুর ‌১২টায় উপ-উপাচার্য নাসরিন আহমদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে ফল ঘোষণা করেন।

গত ১২ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত এ পরীক্ষায় এক হাজার ৬৪০টি আসনের বিপরীতে ৭৮ হাজার ২৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। উত্তীর্ণ হয় ১৬ হাজার ৮৪০ জন।

ভর্তি ইচ্ছুকরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে www.admission.eis.du.ac.bd এই ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।

এছাড়াও যে কোন মোবাইল ফোন থেকে DU<>Ka<>Roll টাইপ করে 16321 নম্বরে পাঠিয়ে ফলাফল জানা যাবে।

এদিকে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষায় দুই হাজার ২২১ আসনের বিপরীতে ৪০ হাজার ৯৪১ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করে।

পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বনের দায়ে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে একজনকে আটক করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী।

তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানাতে পারেননি অধ্যাপক আমজাদ।

তিনি জানান, বিশেষ ভাবে তৈরি একটি যন্ত্র দিয়ে পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করে ওই শিক্ষার্থী। তার বিরুদ্ধে মামলার করা হবে।

SCROLL FOR NEXT