বাংলাদেশ

রুয়েটে শিবির-পুলিশ সংঘর্ষ, হাতবোমার বিস্ফোরণ

Byরাজশাহী প্রতিনিধি

বৃহস্পতিবার বিকেলে ৫টার দিকে সংঘর্ষের সময় শিবিরকর্মীরা শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

মতিহার থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে শিবিরের ৫০/৬০ জন নেতাকর্মী রুয়েটের শহীদ সেলিম হলে হামলার চেষ্টা করে। হলের গেট বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে না পেরে শিবিরকর্মীরা সেখানে বেশ কয়েকটি হাতবোমা ফাটায়।

পুলিশ গিয়ে ফাঁকা রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছুড়তে ছুড়তে পেছনের গেট দিয়ে বের হয়ে যায়।

শিবিরকর্মীরা শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটনায় বলে ওসি আলমগীর জানান।

এঘটনার পর পরই খবর পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা রুয়েট ক্যাম্পাসে এসে রুয়েট ছাত্রলীগকে নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে।

এর আগে দুপুর ২টার দিকে রুয়েটের সেলিম হলে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে তিন শিবিরকর্মী আহত হয়। এসময় সেখান থেকে ৯ শিবিরকর্মীকে আটক করে পুলিশ।

SCROLL FOR NEXT