বাংলাদেশ

রিয়াদে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু

Byনিজস্ব প্রতিবেদক

স্থানীয় সময় বুধবার প্রথম প্রহরে রিয়াদের সোলাই এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে বলে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (শ্রম) মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন।

নিহত বাংলাদেশিরা হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার জন প্রতিকুলা গ্রামের রবিউল ইসলাম এবং একই  উপজেলার চাপিতলা গ্রামের ইকবাল হোসেন।

তারা দুজনেই একটি ফোম কারখানায় কাজ করতেন। তাদের লাশ রিয়াদের সোমাইছি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

এই দুই বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো এবং ক্ষতিপূরণ আদায়ের জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

রবিউলের শ্বশুর আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অগ্নিকাণ্ডের সময় রবিউলসহ আরো কয়েকজন শ্রমিক ফ্যাক্টরির পাশে স্টোর রুমে ঘুমিয়ে ছিল। এ সময় প্রচণ্ড ধোঁয়ায় শ্বাস রুব্ধ হয়ে তারা মারা যায়।”

সৌদি আরবে থাকা রবিউলের সহকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একথা বলেন বাংলাদেশে থাকা কাশেম।

“আমাদের গ্রামের কয়েকজন সেই ফ্যাক্টরিতে কাজ করে। তারা জানিয়েছে, ফ্যাক্টরির মালিকের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। তবে এখনো মালিকের খোঁজ পায়নি পুলিশ।”

SCROLL FOR NEXT