বাংলাদেশ

গণপরিবহন সংকটে চট্টগ্রাম চেম্বারের উদ্বেগ

Byচট্টগ্রাম ব্যুরো
মঙ্গলবার চট্টগ্রাম চেম্বারের সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মাহবুবুল আলম বলেন, “গণপরিবহন সংকট তীব্র আকার ধারণ করায় নিম্ন আয়ের চাকরিজীবী, শিক্ষার্থী, পোশাক কারখানার কর্মী ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ সর্বস্তরের নগরবাসী চরম দুর্ভোগে পড়েছে।”

এবিষয়ে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মাহবুবুল আলম বলেন, “পরিবহন সংকটের সুযোগ কাজে লাগিয়ে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চালকরা অযৌক্তিক ও লাগামহীন ভাড়া আদায় করছে।

গত মাসে উচ্চ আদালথের এক আদেশে ৩১ অগাস্ট থেকে বন্দরনগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেয় পুলিশ।

ব্যাটারিচালিত রিকশা চালক-মালিক সংগঠনগুলোর দাবি নগরীতে এক লাখ ব্যাটারিচালিত রিকশা চলাচল করত। তা বন্ধের পর নগরীতে গণপরিবহনের সংকট প্রকট আকার ধারণ করে।

প্যাডেলচালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চালকরাও এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উটেছে।

SCROLL FOR NEXT