বাংলাদেশ

পাবিপ্রবির ফরম বিতরণ সোমবার থেকে

Byপাবনা প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এছাড়া আগামী ২৮ নভেম্বর লিখিত পরীক্ষা নেয়া হবে।

এ বছর পরীক্ষা কক্ষে মোবাইল ফোন ও সব ধরনের ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বলেন, চার বছর মেয়াদী স্নাতক (ইঞ্জিনিয়ারিং) ও পাঁচ বছর মেয়াদী ব্যাচেলর অব আর্কিটেকচার বিভাগে ভর্তি ইচ্ছুকরা শুধু টেলিটক অপারেটরের সাহায্যে এসএমএস করে আবেদন করতে পারবে।

২৮ নভেম্বর সকাল ৯.৩০ থেকে সকাল ১০.৩০ পর্যন্ত 'এ' ইউনিটে, সকাল ১১.৩০ থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত 'বি' ইউনিটে এবং বিকাল ৩.৩০ থেকে ৪.৩০ মিনিট পর্যন্ত 'সি' ইউনিটে লিখিত পরীক্ষা নেয়া হবে।

আগামী ৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ১৩টি বিভাগে ৫৫০টি আসনে ভর্তি তরা হবে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.pust.ac.bd -এ পাওয়া যাবে।

এছাড়া আবেদনকারীরা তাৎক্ষণিকভাবে যোগাযোগের জন্য ০১৫৫৭-৭৩০৭৩১, ০১৫৫৭-৭৩০৭৩২ এবং ০১৭৫৩-২৯৪৩৬৮ মোবাইল নম্বরে ফোন করতে পারবেন বলে জানান তিনি।

SCROLL FOR NEXT