বাংলাদেশ

শার্শা সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বৃহস্পতিবার ভোরে শার্শার অগ্রভুলোট সীমান্তে এ ঘটনায় আহত আব্দুল মালেক (৩৬) উপজেলার অগ্রভুলোট গ্রামের আরশাদ আলীর ছেলে।

তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে এর আগে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছিল।

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে অগ্রভুলোট সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছে বলে শুনেছিলাম। কিন্তু তিনি মারা যাননি, গুলিবিদ্ধ অবস্থায় বিএসএফ তাকে ধরে নিয়ে গেছে।

“বিএসএফের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি তাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, মালেক কয়েকজন ‘গরু ব্যবসায়ীর’ সঙ্গে গরু নিয়ে ভোর ৪টার দিকে ভারতের ঝাউডাঙ্গা সীমান্ত হয়ে অগ্রভুলোট সীমান্তে ঢুকছিলেন। এ সময় ঝাউডাঙ্গা ক্যাম্পের বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মালেক গুলিবিদ্ধ হয়।

SCROLL FOR NEXT