বাংলাদেশ

মহাসড়কে ‘বন্দুকযুদ্ধ’, ২ ডাকাত আটক

Byসিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি নাসির উদ্দিন জানান, শুক্রবার গভীর রাতে হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়াশিখা এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।

"এক পর্যায়ে অন্য ডাকাতরা পিছু হটলে ঘটনাস্থল থেকে দেশি পাইপগান, এক রাউন্ড গুলি, ধারালো ছুরি, নগদ টাকা ও মোবাইল ফোনসহ দুই ডাকাতকে আটক করা হয়।"

আটকরা হলেন- চড়িয়াশিখা এলাকার আবদুস সালামের ছেলে মুত্তাকিম হোসেন (২৪) ও একই এলাকার আবু বক্কারের ছেলে সবুজ (১৯)।

আটকদের মধ্যে দুই পায়ে গুলিবিদ্ধ মুত্তাকিমকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্মকর্তা নাসির উদ্দিন।

তিনি জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে ডাকাতরা সিরাজগঞ্জ-নগরবাড়ি মহাসড়কে তারকাটা ফেলে রাখলে তাতে কাঠ ও সিমেন্ট বোঝাই দুটি ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। এরপর ওই ট্রাকের চালকদের মারধর করে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

খবর পেয়ে মহাসড়কে টহলরত ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এ অবস্থায় পুলিশ গুলি ছুড়লে ডাকাতরাও পাল্টা গুলি ছোড়ে।

SCROLL FOR NEXT