বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে লিডিং ইউনিভার্সিটি প্রতিনিধিদের সাক্ষাৎ

Byনিজস্ব প্রতিবেদক

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলীর নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে যায়।

রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাক্ষাতের সময় প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সিলেট শহরের অদূরে প্রতিষ্ঠিত লিডিং ইউনিভার্সিটিতে বর্তমানে চারটি অনুষদের সাতটি বিভাগে প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে।

রাষ্ট্রপতি মানসম্পন্ন উচ্চ শিক্ষা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন বলে প্রেসসচিব জানান।

রাষ্ট্রপতি শিক্ষার্থীদের আবাসনসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানান।

সিলেট নগরীর বাইরে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করায় প্রতিনিধি দলকে ধন্যবাদও জানান রাষ্ট্রপতি।

SCROLL FOR NEXT