বাংলাদেশ

না. গঞ্জ আইনজীবী সমিতির সভাপতিকে হুমকি

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

র‌্যাবের বিরুদ্ধে বেশি কথা না বলতে এই হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এরপর তার নিরাপত্তায় ব্যবস্থা নিয়েছে পুলিশ।

আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে খুনের ঘটনায় আইনজীবীদের চলমান আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন অ্যাডভোকেট সাখাওয়াত।

র‌্যাবের সাবেক ৩ কর্মকর্তাকে গ্রেপ্তারে উচ্চ আদালতে রিট আবেদনকারী তিনজনের মধ্যে তিনিও একজন।

আদালতের নির্দেশে গ্রেপ্তার সাবেক র‌্যাব কর্মকর্তা এম এম রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় হুমকি পান বলে এই আইনজীবী নেতা সাংবাদিকদের জানিয়েছেন। 

ওই জবানবন্দির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে সন্ধ্যার আগে তিনি আদালত থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় আদালত প্রাঙ্গণে জনসমাগম তেমন ছিল না।

সাখাওয়াত বলেন, “ওই সময় কয়েকজন ব্যক্তি ‘কথা আছে’ বলে আমাকে আদালতের পেছনের নির্জন অংশে নিয়ে যান। সেখানে নিয়েই তারা তাকে বলতে থাকে- ‘আপনি র‌্যাবের বিষয়ে বেশি বাড়াবাড়ি করছেন, এরকম করলে পরিণতি ভয়াবহ হবে, গুম হয়ে যাবেন। তাই বেশি বাড়াবাড়ি করবেন না’।”

হুমকিদাতাদের চেনেন না বলে জানান আইনজীবী নেতা। তিনি বলেন, ঘটনাটি তৎক্ষণাৎ পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, ফতুল্লা এবং সদর মডেল থানার ওসিকে জানিয়েছেন।

ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে তারা আইনজীবী সমিতির সভাপতির নিরাপত্তার ব্যবস্থা করেছেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদেরও একই কথা বলেন।

SCROLL FOR NEXT