বাংলাদেশ

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ২ ব্যবসায়ী আহত

Byখুলনা প্রতিনিধি

শুক্রবার সকালে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে ঘের ব্যবসায়ী মেজবাহ উদ্দিনকে (৪২) গুলি করে দুর্বৃত্তরা।

আগের দিন রাতে ফুলতলা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন বৈদ্যুতিক সামগ্রী ব্যবসায়ী রফিকুল ইসলাম দপ্তরী।

খুলনা সদর থানার ওসি সুকুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে মেজবাহ উদ্দিন হাঁটতে বের হন। ৮টার দিকে বাসায় ফেরার পথে তিন জন একটি মোটরসাইকেলে এসে তার গতিরোধ করে।

“তাদের একজন মেজবাহর পিঠে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এলাকবাসীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর আগেই পরে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।”

তার পরিবারের বরাত দিয়ে ওসি সুকুমার বলেন, “ঘের সংক্রান্ত শত্রুতার জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে।”

খুলনা জেলার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল কাদের বেগ জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফুলতলা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন বৈদ্যুতিক সামগ্রীর ব্যবসায়ী রফিকুল ইসলাম দপ্তরী।

“পথে দামোদর পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে গুলি করে।”

রফিকুলকে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে বেসরকারী গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

গত মার্চে নিজের ছোট ভাই এখলাজকে গুলি করে খুনের ঘটনায় একটি মামলা করেন রফিকুল।

সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের বলেন, এখলাজের হত্যকারীরাই রফিকুলকে গুলি করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

SCROLL FOR NEXT