বাংলাদেশ

কর্মকর্তা খুনের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ

Byগাজীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ  মহাসড়ক অবরোধ করার পর পুলিশ গিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, আন্দোলনকারীরা সড়কে নামলেও কোন ভাংচুর বা কোন অঘটন ঘটেনি।

কিছুসময়ের মধ্যেই তাদের সরিয়ে দেয়া হলে মহাসড়কে গাড়ি চলাচল শুরু হয়।

দক্ষিণ সালনা এলাকার ওই কারখানার বর্তমান নির্বাহী কর্মকর্তা সাইদুর রহমান জানান, কারখানার কর্মকর্তা নাজমুল হোসেন দক্ষিণ সালনা টেক কাথোরা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

গত ৯ এপ্রিল রাত ১১টার দিকে কারখানা থেকে বাসায় যান। পরে ওইদিন রাতেই বাসায় তিনি খুন হন।

পরদিন নিহতের ছোট ভাই সাগর আহমেদ জয়দেবপুর থানায় মামলা করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ায় ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে ওই কারখানার কয়েকশ’ শ্রমিক বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে কর্মবিরতি শুরু করে।

জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা  চলছে।

SCROLL FOR NEXT