বাংলাদেশ

বেনাপোল স্কুলের হতাহত শিক্ষার্থীদের জন্য সহায়তা প্রদান

Byযশোর প্রতিনিধি

বৃহস্পতিবার সকাল ১০ টায় সার্কিট হাউজে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তার সঙ্গে শিক্ষক সমিতির নগদ অর্থও বিতরণ করেন তিনি।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহত ৯ শিশুর পরিবারকে ১ লাখ টাকা এবং আহত ৯ শিক্ষার্থীর পরিবারকে ৫০ হাজার টাকা করে দেয়া হয়েছে।

এছাড়া নিহত শিক্ষার্থীদের পরিবারকে ৭১ হাজার টাকা করে দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি যশোর জেলা শাখা।

জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক শেখ রায়হান উদ্দিন।

গত ১৫ ফেব্রুয়ারি যশোরের চৌগাছায় বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিকনিকের বাস খাদে পড়ে ঘটনাস্থলে ৭ শিশু নিহত ও আহত হয় অর্ধশতাধিক। আহতদের মধ্যে আরো দুই শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

SCROLL FOR NEXT