বাংলাদেশ

নোয়াখালীতে পুলিশের গাড়ি ভাংচুর

Byনোয়াখালী প্রতিনিধি

বিভিন্ন স্থানে খণ্ড মিছিল থেকে হাতবোমা ফাটানোরও খবর পাওয়া গেছে।

সুধারাম থানার ওসি মীর  জাহেদুল হক রনি জানান, হরতালের শুরুতে রোববার সকাল সাড়ে ৭টার দিকে জেলা শহরের মাইজদী বাজারে পুলিশ বাহকারী একটি হিউম্যান হলার ভাংচুর করে পিকেটাররা।

প্রায় একই সময় দত্তেরহাট এলাকায় ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

সেনবাগ উপজেলা সদরে বিএনপি কার্যালয়ের সামনে টায়ারে আগুণ দিয়ে বিক্ষোভ করে বিএনপি-জামায়াতের পিকেটাররা।

এদিকে চৌমুহনী-ফেনী সড়কের জমিদারহাটে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে বাধা দেয় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের স্থানীয় কর্মীরা।

সোনাপুর-চৌমুহনী সড়কের কয়েকটি স্থানেও টায়ারে আগুন দিয়ে অবরোধের চেষ্টা হয়। সকাল থেকে জেলা শহরের বিভিন্ন সড়কে হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল হতে দেখা যায়।

পুলিশ সুপার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালে জেলার কোথাও বড় কোনো গোলযোগ ঘটেনি। নাশকতা এড়াতে পুলিশ টহল দিচ্ছে।

নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সময় বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকে রোববার সকাল থেকে ৬০ ঘণ্টার এই হরতাল হচ্ছে।  

SCROLL FOR NEXT