বাংলাদেশ

কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

Byকিশোরগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর থানার ওসি এনামুল হক জানান, সোমবার ভোর রাতে শহরের আরপনিনগর এলাকা থেকে হাসানুজ্জামান ইস্পাহানি (২৮) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

বঙ্গবন্ধু সাহিত্য ও সংস্কৃতি ফোরাম সুনামগঞ্জ সদর থানার সভাপতি হাসানুজ্জামান আরপিননগর এলাকার আবুল মিয়ার ছেলে।

ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমা থানা ও সুনামগঞ্জ সদর থানার পুলিশ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে বলে ওসি জানান।

তিনি বলেন, হাসানুজ্জামান সুনামগঞ্জ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

বঙ্গবন্ধু সাহিত্য ও সংস্কৃতি ফোরাম সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সিমন চৌধুরী বলেন, “হাসানুজ্জামানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।”

রোববার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের অতিথবাড়ি এলাকায় ছিনতাইয়ের ওই ঘটনা ঘটে।

ব্র্যাক ব্যাংকের বিশ্বনাথের কাস্টমার সার্ভিস ম্যানেজার গওহর আলতাফ চৌধুরী জানান, তিনি এবং গাড়ি চালক সোহেল আহমদ ব্যাংকের বন্দরবাজার শাখা ও দক্ষিণ সুরমা শাখা থেকে ৫০ লাখ করে মোট এক কোটি টাকা ব্যাগে নিয়ে মাইক্রোবাসে করে বিশ্বনাথ শাখায় যাচ্ছিলেন।

অতিথবাড়ি পৌঁছলে দুটি মোটরসাইকেলে পাঁচজন ছিনতাইকারী তাদের মাইক্রোবাস আটকে ছুরির ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

SCROLL FOR NEXT