বাংলাদেশ

মাওয়ায় আ.লীগ নেতাকে হত্যার ‘পরিকল্পনা’, গ্রেপ্তার ৬

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে বলেছে, লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাওয়া ঘাটের ইজারাদার আশরাফ হোসেনকে হত্যার উদ্দেশ্যে তাদের ‘ভাড়া’ করা হয়েছিল।

গ্রেপ্তার ছয়জন হলেন- শামসু ওরফে চাপাতি শামসু (৪৫), রিয়াজুল ইসলাম টিটু (৩০),  ইরামত (৩০),  মোহাম্মদ আলী (৩৫), মো. আলামিন (৩৮) ও মো. সাদেক (৩৫)।

এদের মধ্যে শামসু ঢাকা মহানগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে মাওয়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই হাফিজুর রহমান জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মাওয়া ঘাটে ‘প্রেস’ লেখা একটি মাইক্রোবাস আটক করা হয়। এ সময় মাইক্রোবাসের আট যাত্রীর মধ্যে দুই জন পুলিশ দেখে দৌঁড়ে পালিয়ে যায়।

এরপর মাইক্রোবাস তল্লাশি করে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ১৮টি গুলি পায়া যায়। গ্রেপ্তার করা হয় ছয়জনকে।

“তারা জিজ্ঞাসাবাদে বলেছে, আওয়ামী লীগ নেতা ও ঘাট ইজারাদার আশরাফ হোসেনকে হত্যা করার জন্য তাদের ভাড়া করে মাওয়ায় আনা হয়।”

জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

SCROLL FOR NEXT