বাংলাদেশ

সরকারি কাজে প্রমিত বাংলা বানানরীতি অনুসরণের নির্দেশ

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি দাপ্তরিক কাজে সর্বত্র বাংলা একাডেমী প্রণীত প্রমিত বাংলা বানানরীতি অনুসরণের নির্দেশ দিয়েছে সরকার।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে একটি পরিপত্র জারি করে।
এতে বলা হয়, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং অধিদপ্তর, সংস্থা, দপ্তরসমূহে বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন বানানরীতি অনুসরণ করা হচ্ছে।
“ভাষা ব্যবহারের ক্ষেত্রে বানানের শুদ্ধতা সম্পর্কে যত্মবান হওয়া আবশ্যক এবং সরকারি কাজে ভাষারীতির সমরূপতা রক্ষা করা গুরুত্বপূর্ণ।”
পরিপত্রে আরো বলা হয়, “বাংলা একাডেমীর প্রমিত বাংলা বানানরীতি ইতোমধ্যে পাঠ্যপুস্তকসহ বিভিন্ন ক্ষেত্রে অনুসৃত হচ্ছে। বাংলা একাডেমীর প্রমিত বাংলা বানানরীতি অনুসরণের মাধ্যমে সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহারে সামঞ্জস্য বিধান করা প্রয়োজন।”
সরকারি কাজে বাংলা একাডেমীর প্রমিত বাংলা বানানরীতি অনুসরণ নিশ্চিতের সুবিধার্থে মন্ত্রিপরিষদ বিভাগ সব মন্ত্রণালয়, বিভাগ এবং অধিদপ্তর, সংস্থা, দপ্তরসমূহে বাংলা একাডেমী প্রকাশিত সংশ্লিষ্ট অভিধানের পর্যাপ্ত সংখ্যক কপি সংগ্রহের পরামর্শ দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/১৮৫৮ ঘ.
SCROLL FOR NEXT