বাংলাদেশ

৬ দিন বিরতির পর বসল সংসদ

Byনিজস্ব প্রতিবেদক

সোমবার বেলা ১১টায় শুরু হওয়া বৈঠকে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা ছাড়াও আইন প্রণয়নসহ বেশকিছু কার্যক্রম রয়েছে।

এর আগে গত ৭ জুন সম্পূরক বাজেট পাস হওয়ার পর বৈঠক মুলতবি দেওয়া হয়।

দিনের কার্যসূচি থেকে দেখা গেছে, বৈঠকে অর্থ মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও আইসিটি বিভাগের প্রশ্ন-উত্তর রয়েছে। তবে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপনের সম্ভাবনা রয়েছে।

এছাড়া বৈঠকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০১৯-২০, নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নদী রক্ষা কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০১৯ এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৪৬ টি অডিট ও হিসাব রিপোর্ট উপস্থাপন করবেন।

এছাড়া বৈঠকে আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন হবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম সিমিন হোসেন (রিমি) স্থায়ী কমিটির প্রথম রিপোর্ট উপস্থাপন করবেন।

এছাড়া বৈঠকে তিনটি বিল পাস হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ হাউজ বিল্ডিং বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন ( অ্যামেন্ডমেন্ট) বিল ২০২১, ব্যাংকার্স বহি সাক্ষ্য বিল ২০২১ ও আয়োডিনযুক্ত লবণ বিল ২০২১ পাস হওয়ার কথা রয়েছে।

SCROLL FOR NEXT