বাংলাদেশ

বিমান ও হেলিকপ্টার ভাড়া করতে খরচ বাড়ছে

Byজ্যেষ্ঠ প্রতিবেদক

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের যে বাজেট প্রস্তাব করেছেন, তাতে বিমান চার্টার করা এবং হেলিকপ্টার ভাড়ার ওপর বিদ্যামান সম্পূরক শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় উড়োজাহাজ ভাড়া করে সাম্প্রতিক সময়ে বিদেশে পাড়ি জমিয়েছেন বেশ কয়েকজন ব্যবসায়ী।

বিধিনিষেধ শিথিলের পর গত ১ জুন আভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হলেও যাত্রী মিলছে না, যার ফলে নিয়মিত ফ্লাইটগুলোও চালাতে পারছে না বিমান।

এই পরিস্থিতিতে গত ৪ জুন থেকে ফ্লাইট চার্টার করার সুযোগ নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

SCROLL FOR NEXT