বাংলাদেশ

ত্রাণ দিতে ডিএনসিসির হটলাইন

Byজ্যেষ্ঠ প্রতিবেদক

এখন থেকে ০৯৬০২২২২৩৩৩ এবং ০৯৬০২২২২৩৩৪ এ দুটি নম্বরে কল করে বাসায় বসে মানবিক সহায়তা পাবেন ডিএনসিসির বাসিন্দারা।

ডিএনসিসি জানিয়েছে, হটলাইন দুইটি সার্বক্ষণিক খোলা থাকবে। হটলাইনে যোগাযোগ করলে আবেদনকারী প্রকৃত দুস্থ ও অসহায় কি না, তা যাচাই করা হবে। যাচাই শেষে ঠিকানা অনুযায়ী দ্রুততম সময়ে ডিএনসিসির পক্ষ থেকে মানবিক সহায়তা পৌঁছে যাবে।

ডিএনসিসির নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেকেই মানুষের কাছে হাত পাততে পারেন না। কিন্তু কষ্টে আছেন। তাদের জন্য ডিএনসিসির উদ্যোগ।”

তিনি বলেন, ডিএনসিসির অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে দায়িত্ব দেওয়া হয়েছে। ফোন পাওয়ার পর তথ্যগুলো তাদের কাছে চলে যাবে। সে অনুযায়ী ব্যবস্থা নেবেন তারা।

“অনেক কিছুতেই এখন নতুনত্ব এসেছে। একসঙ্গে অনেক লোক জড়ো হলে যেহেতু করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কা থাকে। সে কারণে এই উদ্যোগ নেওয়া আছে,” বলেন আতিক।

SCROLL FOR NEXT