বাংলাদেশ

সিঙ্গাপুরে আক্রান্ত ৪ বাংলাদেশি হাসপাতাল ছেড়েছেন

Byনিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত পাঁচ বাংলাদেশির মধ্যে চারজন হাসপাতাল ছেড়ে গেছেন।”

বাকি একজনের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “অন্যজন সঙ্কটাপন্ন অবস্থায় ছিলেন; তবে এখন তিনি উন্নতি করছেন।”

বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বিদেশে থাকা বাংলাদেশিদের মধ্যে সিঙ্গাপুরেই প্রথম বাংলাদেশি রোগী ধরা পড়ে। এরপর সংযুক্ত আরব আমিরাত ও ইতালিতে দুই বাংলাদেশি আক্রান্ত হন।

সন্ধ্যায় বারিধারা ডিপ্লোমেটিক ক্লাবে কমনওয়েলথ দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “করোনাভাইরাসের কারণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অনেক পরিবর্তন আনতে হয়েছে। বড় আকারের জনসমাগম হবে না। আমরা ছোট আকারে দিনটি উদযাপন করব।”

SCROLL FOR NEXT