বাংলাদেশ

পিলখানায় নিহতদের স্মরণ

Byজ্যেষ্ঠ প্রতিবেদক
বিডিআর বিদ্রোহের একাদশ বার্ষিকীতে মঙ্গলবার বনানী সামরিক কবরস্থানে মোনাজাতে সামরিক বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার ঢাকার বনানীতে সামরিক কবরস্থানে নিহত সেনা সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালে ২৫ ও ২৬ ফ্রেবুয়ারি বিডিআর’রর কতিপয়

বিপথগামী উচ্ছৃঙ্খল সদস্যদের হাতে নিরস্ত্র সেনা সদস্যদের হত্যাকাণ্ডের ১১তম শাহাদত বার্ষিকীর প্রথম দিনে নিহতদের কবরে শ্রদ্ধা জানানো হয়।

তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান, প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার

বিডিআর বিদ্রোহের ১১তম বার্ষিকীতে মঙ্গলবার সকালে বনানী সামরিক কবরস্থানে কান্নায় ভেঙ্গে পড়ে শহীদদের স্বজনরা।

বিডিআর বিদ্রোহের ১১তম বার্ষিকীতে মঙ্গলবার সকালে বনানী সামরিক কবরস্থানে কান্নায় ভেঙ্গে পড়ে শহীদদের স্বজনরা।

এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন।
বিডিআর বিদ্রোহের ১১তম বার্ষিকীতে মঙ্গলবার সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদদের স্বজনের প্রার্থনা।

বিডিআর বিদ্রোহের ১১তম বার্ষিকীতে মঙ্গলবার সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদদের স্বজনের প্রার্থনা।

পরে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা স্যালুট দেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এছাড়াও এদিন সব সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে কোরআন খতমের ব্যবস্থা করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সব স্তরের সেনা সদস্যের উপস্থিতিতে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

বিডিআর বিদ্রোহের ১১তম বার্ষিকীতে মঙ্গলবার সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদদের স্বজনের প্রার্থনা।

বিডিআর বিদ্রোহের ১১তম বার্ষিকীতে মঙ্গলবার সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদদের স্বজনের প্রার্থনা।

পিলখানায় নিহত সেনা সদস্যদের পরিবারের সদস্যরাও বনানী কবরস্থানে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান।

পরে বিজিবি প্রধান সাংবাদিকদের বলেন, “পিলখানা থেকে শিক্ষা নিয়ে বিজিবি এখন ঘুরে দাঁড়িয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে বিজিবি তৎপর রয়েছে। বিজিবি এখন সমৃদ্ধ বাহিনী। এর গোয়েন্দা তৎপরতা জেলা পর্যায়ে ছড়িয়ে রয়েছে।”

বিডিআর বিদ্রোহের একাদশ বার্ষিকীতে মঙ্গলবার সকালে বনানী সামরিক কবরস্থানে নিহতদের কবরে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধান।

বিডিআর বিদ্রোহের একাদশ বার্ষিকীতে মঙ্গলবার সকালে বনানী সামরিক কবরস্থানে নিহতদের কবরে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধান।

এদিকে বুধবার বাদ আসর বিকাল সাড়ে ৪টার দিকে পিলখানায় কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন।

SCROLL FOR NEXT