বাংলাদেশ

চলন্তিকা বস্তিতে অগ্নিদগ্ধ নারীর মৃত্যু

Byজ্যেষ্ঠ প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এই নারীর নাম পারভীন আক্তার (৩৫)।

ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, শুক্রবার ভোরে চলন্তিকা বস্তিতে আগুনে  দগ্ধ হয়েছিলেন পারভীন। তাকে বার্ন ইউনিটের আইসিইউতে রাখা হয়েছিল। শনিবার সকাল ৭টায় মারা যান তিনি।

বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, পারভীনের শরীরের ৯০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল।

পারভিন বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন বলেন, চলন্তিকা বস্তিতে অগ্নিদগ্ধ পারভীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। শহিদুল নামে আরেকজনকে ভর্তি করা হয় ইসলামী ব্যাংক হাসপাতালে।

আগুনে বস্তিটির ৩৭৭টি ঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ড তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

মিরপুর-৭ নম্বর সেকশনে রূপনগর থানার পেছনের এই বস্তিটিতে গত বছরের ১৬ অগাস্ট অগ্নিকাণ্ডে কয়েক হাজার ঘর পুড়ে যায়।

SCROLL FOR NEXT