বাংলাদেশ

‘৭১’ নামের সংগঠনের আত্মপ্রকাশ

Byজ্যেষ্ঠ প্রতিবেদক

মঙ্গলবার সকালে ধানমন্ডির ৩২নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নবগঠিত এই সংগঠনের সদস্যরা।

নতুন এই সংগঠনের সভাপতি হয়েছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আমজাদ হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপ-পরিচালক সহযোগী অধ্যাপক ডা. আবু রায়হান।

সংগঠনে সম্পৃক্তদের অধিকাংশই চিকিৎসক জানিয়ে আবু রায়হান বলেন, “এটা মূলত সামাজিক সংগঠন। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।”

৩৫ সদস্য বিশিষ্ট নতুন এই সংগঠনে অন্যদের মধ্যে আছেন সহ-সভাপতি পঙ্গু হাসপাতালের পরিচালক অধ্যাপক আব্দুল গনি মোল্লা, ডা. ওয়াহেদুজ্জামান, ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, ডা. জাহাঙ্গীর কবির। কোষাধ্যক্ষ ডা. নিরুপম দাস, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক রাব্বী চৌধুরী প্রমুখ।

উপদেষ্টাদের মধ্যে আছেন আনোয়ার হোসেন পাহাড়ী, গোলাম মোস্তফা দুলাল, আবু সহিদ বিল্লা বকুল, ফরিদ উদ্দিন আহমেদ, অনিল কুমার, ক্যান্সার হাসপাতালের সাবেক পরিচালক ডা. ওবায়দুল্লাহ বাকী।

বিজয় দিবস সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পসহ বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান আবু রায়হান।

SCROLL FOR NEXT