বাংলাদেশ

আইনজীবী ফজলুর রহমান খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

Byনিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেছেন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান খান তার পেশাগত জীবনে দক্ষতা,  সততা ও নিষ্ঠার মাধ্যমে দেশে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

“তার মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট আইনজীবীকে হারাল।”

রাষ্ট্রপতি ফজলুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফজলুর রহমান রাষ্ট্রপতির ঘনিষ্ঠ ছিলেন।

শনিবার ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেন ফজলুর রহমান খান। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

ফজলুর রহমানের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতী গ্রামে।

SCROLL FOR NEXT