বাংলাদেশ

হাসিনার নেতৃত্বে উন্নয়নের প্রশংসায় মনমোহন পারকাশ

Byনিজস্ব প্রতিবেদক

বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই প্রশংসা করেন তিনি।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, মহমোহন পরকাশ প্রশংসা করে বলেছেন, ১৯৭২ সালে বাংলাদেশের দারিদ্র্য সীমা ছিল ৮২ ভাগ, বর্তমানে তা ২১ ভাগে নেমে এসেছে।

বাংলাদেশের উন্নয়নে এডিবির ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সড়ক নির্মাণে অর্থায়ন করবে এডিবি। বাংলাদেশের মহাসড়কে স্বল্প গতির যানবাহনের জন্য আলাদা লেন, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন, এলেঙ্গা থেকে জয়দেবপুর, ভাঙা থেকে বেনাপোল, ফরিদপুর থেকে বরিশাল সড়ক নির্মাণে অর্থায়ন করবে এডিবি।

বাংলাদেশকে ডিজিটাইজড করতে সরকার কাজ করছে বলেও এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশকে জানান প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।  

SCROLL FOR NEXT