বাংলাদেশ

প্রথম দিনে ২ লাখ টাকা জরিমানা আদায় ডিএনসিসির

Byনিজস্ব প্রতিবেদক

ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে রোববার গুলশানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় এইডিস মশার লার্ভা পাওয়ায় ৪৪ নং গুলশান এভিনিউর জি এস কনস্ট্রাকশন কোম্পানিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এর আগে গত ২০ অগাস্ট মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে ১৯ নং ওয়ার্ড থেকে এ ‘চিরুনি অভিযান’ এর উদ্বোধন করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। পরীক্ষামূলকভাবে ২২ আগস্ট পর্যন্ত ১৯ নং ওয়ার্ডের ৩টি ব্লকে ‘চিরুনি অভিযান’ চালানো হয়।

ডিএনসিসি জানিয়েছে, অভিযানের প্রথম দিনে ৩৬টি ওয়ার্ডে মোট ৯ হাজার ৭৩৬টি বাড়ি ও প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এর মধ্যে ২৫৮টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যায়।

এ ছাড়া ৩ হাজার ১২৩টি বাড়ি ও স্থাপনা থেকে এডিস মশা বংশবিস্তারের অনুকূল পরিবেশ ধ্বংস করা হয়।

চিরুনি অভিযানকালে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দক্ষিণে ৩৭ হাজার টাকা জরিমানা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মতো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও মশক নিধনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫টি ভ্রাম্যমাণ আদালত রোববার ১৯৮টি বাড়ি তল্লাশি করে।

এদিন চামেলিবাগের কনকর্ড টুইন টাওয়ারসহ মোট ৬টি হোল্ডিং থেকে ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

SCROLL FOR NEXT