বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা দিন: প্রধানমন্ত্রী

Byজ্যেষ্ঠ প্রতিবেদক

ইন্টারন্যাশনাল কমিটি অব দি রেডক্রসের (আইসিআরসির) হেড অব ডেলিগেশন ইখতিয়ার আসলানভ বৃহস্পতিবার দেখা করতে গেলে তাকে এই আহ্বান জানান তিনি।

পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

মিয়ানমারে নির্যাতনের মুখে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। বিপুল সংখ্যক শরণার্থী বাংলাদেশের আর্থ সমাজিক অবকাঠামোয় চাপ তৈরি করেছে।

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও তা বাস্তবায়নে গড়িমসি করছে।

মিয়ানমারের গড়িমসির বিষয়টি রেডক্রস কর্মকর্তার কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

নিপীড়িত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতার প্রশংসা করেন ইখতিয়ার।

তিনি বলেন, “আইসিআরসি এই ইস্যুতে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে।”

এছাড়া দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

সাক্ষাতে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।

SCROLL FOR NEXT