বাংলাদেশ

সুফিয়া কামালের জন্মদিনে গুগল ডুডল

Byজ্যেষ্ঠ প্রতিবেদক

বিশেষ কোনো দিন কিংবা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের উপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তাই ডুডল।

বৃহস্পতিবার গুগলের বাংলাদেশের ডোমেইন হোম পেইজে দেখা যাচ্ছে কবি সুফিয়া কামালকে।

সুফিয়া কামালের জন্ম ১৯১১ সালের ২০ জুন বরিশাল জেলার শায়েস্তাবাদে।

সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে কলম ধরার পাশাপাশি আজীবন রাস্তায় লড়াইয়েও ছিলেন এই নারী। ষাটের দশকে পাকিস্তান সরকার রবীন্দ্র-চর্চার বিধিনিষেধ আরোপ করলে তা প্রতিরোধেও ছিলেন সুফিয়া কামাল।

নব্বইয়ের দশকে যুদ্ধাপরাধের বিচারে গড়ে আন্দোলনেরও অন্যতম অনুঘটক ছিলেন তিনি।

তিনি বাংলাদেশ মহিলা পরিষদ, ছায়ানট, কচিকাঁচার মেলার প্রতিষ্ঠাতা সভানেত্রী ছিলেন। সাপ্তাহিক বেগম এর প্রথম সম্পাদকও ছিলেন তিনি।

সুফিয়া কামালের কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে সাঁঝের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, মৃত্তিকার ঘ্রাণ।

১৯৬১ সালে তিনি পাকিস্তান সরকার কর্তৃক জাতীয় পুরস্কার 'তঘমা-ই-ইমতিয়াজ' লাভ করেছিলেন। কিন্তু ১৯৬৯ সালে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে তিনি তা বর্জন করেন।

১৯৯৯ সালের ২০ নভেম্বর ৮৮ বছর বয়সে ঢাকায় সুফিয়া কামালের জীবনাবসান ঘটে।

SCROLL FOR NEXT