বাংলাদেশ

মিথ্যা মামলাকারীর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

Byআদালত প্রতিবেদক

মো. নাজমুল হক তালুকদার নামে ওই ব্যক্তির বিরুদ্ধে সোমবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

তিনি অভিযোগপত্র দেখে বিচারের জন্য মামলাটি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে বদলির আদেশ দেন।

নাজমুল হক তালুকদার রাজধানীর তোপখানা রোডের মেসার্স ফেয়ার ট্রেডার্স ও মেসার্স ফেয়ার প্রিন্টিং প্রেসের মালিক এবং ইউরো ফার্মা লিমিটেডর পরিচালক (অপারেশন)।

নাজমুল হক ৩৩ লাখ ১৩ হাজার ৭৮১ টাকা স্থানান্তর বা আত্মসাতের অভিযোগে ২০১৬ সালের ২৩ জুলাই রাজধানীর বংশাল থানায় ছয়জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

দুদকের প্রাথমিক তদন্তে নাজমুল হকের মামলার অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হলে মিথ্যা তথ্যে মামলা দায়েরের অভিযোগে ২০১৭ সালের ১৮ অক্টোবর বংশাল থানায় তার বিরুদ্ধে মামলা হয়।

দুদকের উপ-সহকারী পরিচালক মো. নাজির উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক মোহাম্মদ নূর আলম সিদ্দিকী অভিযোগপত্র দেন।

SCROLL FOR NEXT