বাংলাদেশ

রাজীব মীর মারা গেছেন

Byনিজস্ব প্রতিবেদক

ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার প্রথম প্রহরে তার মৃত্যু হয় বলে তার স্বজনরা জানিয়েছেন।

এক সন্তানের জনক রাজীব মীরের লিভার সিরোসিস হয়েছিল। তার বয়স হয়েছিল ৪৩ বছর।  

আসল নাম মীর মোশারেফ হোসেন হলেও তিনি রাজীব মীর নামেই পরিচিত ছিলেন।

তার ছোট বোন সৈয়দা ফারজানা ইয়াসমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মরদেহ দেশে আনার প্রস্তুতিতে রয়েছেন তারা।

“প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। ওই কাগজপত্র কখন পাওয়া যাবে, তার ওপর নির্ভর করছে তার মরদেহ কখন দেশে আনা সম্ভব হবে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এটি করা যায়।”

চেন্নাইয়ের হাসপাতালে এখন রাজীবের বাবা-মা, ছোট বোন ও ভগ্নিপতি রয়েছেন।

রাজীব মীর

রাজীব মীর

ফারজানা জানান, প্রায় দুই মাস আগে রাজীবের লিভার সিরোসিস ধরা পড়ার পর চিকিৎসকরা তার লিভার প্রতিস্থাপনের পরামর্শ দেন।

এর জন্য ৯০ লাখ টাকার প্রয়োজন হয়। এই অর্থের বেশিরভাগ রাজীব মীরের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় পাওয়া গিয়েছিল। এরপর তাকে নেওয়া হয় চেন্নাইয়ে।

ফারজানা জানান, শনিবার অস্ত্রোপচারের জন্য সময় নির্ধারণ করা হয়। কিন্তু এর মাঝে একটা হার্ট অ্যাটাক হওয়াতে জটিলতা বেড়ে যায়।

“শেষ পর্যন্ত অস্ত্রোপচারের সুযোগ না দিয়েই রাত ১টা ৩৭ মিনিটের সময় তিনি না ফেরার দেশে চলে গেলেন।”

রাজীব ১৯৯৪-৯৫ শিক্ষার্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিয়েছিলেন। পরে চলে আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে শিক্ষকতার সময় গত বছর তিনি চাকরিচ্যুত হন।

SCROLL FOR NEXT