বাংলাদেশ

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় নেপাল যাচ্ছেন ৭ চিকিৎসক

Byজ্যেষ্ঠ প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক লুৎফর কাদির লেলিনের নেতৃত্বে এই চিকিৎসক দল যাচ্ছে, যারা অগ্নিদগ্ধদের চিকিৎসায় পারদর্শী।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমান দুর্ঘটনায় আহত পোড়া রোগীদের চিকিৎসা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশে এ চিকিৎসক দল গঠন করা হয়েছে।”

সাত চিকিৎসক বৃহস্পতিবার সকাল ১১টায় নেপালের উদ্দেশে রওনা হবেন বলে জানান তিনি।

গত সোমবার নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত হয় ইউএস-বাংলার উড়োজাহাজ। এতে ৭১ আরোহীর মধ্যে পাইলটসহ ৪৯ জনের মৃত্যু হয়। নিহতদের ২৬ জন ছিলেন বাংলাদেশি। 

দুর্ঘটনায় আহত ১০ জন কাঠমান্ডুতে হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের সবার গায়ে আগুনের ক্ষত, কেননা বিধ্বস্ত হওয়ার পর উড়োজাহাজটিতে আগুন ধরে গিয়েছিল।

ইউএস-বাংলা এয়ারলান্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল হাসানের তথ্য অনুযায়ী, আহত ১০ জনের মধ্যে, ইমরানা কবির হাসি, শাহরিন আহমেদ, শেখ রাশেদ রুবাইয়াত, আলমুন নাহার অ্যানি, মেহেদী হাসান, সাঈদা কামরুন্নাহার স্বর্ণা, কবির হোসেন ও মো. শাহীন বেপারি কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইয়াকুব আলী নরভিক হাসপাতালে এবং রিজওয়ানুল হক ওম হাসপাতালে চিকিৎসাধীন।

SCROLL FOR NEXT